ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হৃদরোগে মাঠেই মারা গেলেন ঘানার ফুটবলার

  • ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় ০১:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ১৫২২ Time View

ফুটবল মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। অনেকে পরে সুস্থ হয়ে উঠলেও ঘানার ফুটবলার রাফায়েল ডুয়ামেনা সে পথে হাঁটতে পারলেন না। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেছেন ২৮ বছর বয়সী ফুটবলার। খবরটি নিশ্চিত করেছে আলবেনিয়া ফুটবল ফেডারেশন (এএফএল)।

এক বিবৃতিতে এএফএল জানিয়েছে, ‘খবরটি আলবেনিয়ার ফুটবলকে হতবাক করে দিয়েছে। ডুয়ামেনা পরিবার ও এগনাটিয়ার ক্লাবের প্রতি এএফএল গভীর সমবেদনা জানাচ্ছে।’ ডুয়ামেনার স্মরণে আলবেনিয়া ফুটবল ফেডারেশন লিগের এ সপ্তাহের ম্যাচগুলো স্থগিত করেছে।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘সে (ডুয়ামেনা) ভালোভাবে দেশকে সেবা দিয়ে গেছে। যখনই ঘানাকে প্রতিনিধিত্ব করেছে, সে তার যোগ্যতা দেখিয়েছে।’ ডুয়ামেনার মাঠে অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রথম নয়। এর আগে ২০২১ সালে অস্ট্রিয়াতে খেলার সময় মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি।

তবে সে যাত্রায় সুস্থ হয়ে উঠেছিলেন। তখন তাঁর হার্টের অপারেশন করে ‘স্বয়ংক্রিয় ডেফিব্রিলেটর’ বসানো হয়েছিল।
তবে ডুয়ামেনা এবার আর ফেরার সুযোগ দিলেন না। গত শনিবার আলবেনিয়ার লিগে পার্টিজানির বিপক্ষে তাঁর ক্লাব এগনাটিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ডুয়ামেনা। খেলার মাঝেই মাঠে লুটিয়ে পড়েন তিনি।

তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ৯ গোল নিয়ে এবারের আলবেনিয়ান লিগে গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন ডুয়ামেনা। জাতীয় দল ঘানার হয়ে ৯ ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি।

হৃদরোগে মাঠেই মারা গেলেন ঘানার ফুটবলার

আপডেট সময় ০১:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩

ফুটবল মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। অনেকে পরে সুস্থ হয়ে উঠলেও ঘানার ফুটবলার রাফায়েল ডুয়ামেনা সে পথে হাঁটতে পারলেন না। হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মারা গেছেন ২৮ বছর বয়সী ফুটবলার। খবরটি নিশ্চিত করেছে আলবেনিয়া ফুটবল ফেডারেশন (এএফএল)।

এক বিবৃতিতে এএফএল জানিয়েছে, ‘খবরটি আলবেনিয়ার ফুটবলকে হতবাক করে দিয়েছে। ডুয়ামেনা পরিবার ও এগনাটিয়ার ক্লাবের প্রতি এএফএল গভীর সমবেদনা জানাচ্ছে।’ ডুয়ামেনার স্মরণে আলবেনিয়া ফুটবল ফেডারেশন লিগের এ সপ্তাহের ম্যাচগুলো স্থগিত করেছে।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘সে (ডুয়ামেনা) ভালোভাবে দেশকে সেবা দিয়ে গেছে। যখনই ঘানাকে প্রতিনিধিত্ব করেছে, সে তার যোগ্যতা দেখিয়েছে।’ ডুয়ামেনার মাঠে অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রথম নয়। এর আগে ২০২১ সালে অস্ট্রিয়াতে খেলার সময় মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি।

তবে সে যাত্রায় সুস্থ হয়ে উঠেছিলেন। তখন তাঁর হার্টের অপারেশন করে ‘স্বয়ংক্রিয় ডেফিব্রিলেটর’ বসানো হয়েছিল।
তবে ডুয়ামেনা এবার আর ফেরার সুযোগ দিলেন না। গত শনিবার আলবেনিয়ার লিগে পার্টিজানির বিপক্ষে তাঁর ক্লাব এগনাটিয়ার হয়ে মাঠে নেমেছিলেন ডুয়ামেনা। খেলার মাঝেই মাঠে লুটিয়ে পড়েন তিনি।

তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ৯ গোল নিয়ে এবারের আলবেনিয়ান লিগে গোলদাতার তালিকায় শীর্ষে ছিলেন ডুয়ামেনা। জাতীয় দল ঘানার হয়ে ৯ ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি।