আজ রাতেই মেলা জমছে ক্লাব ফুটবলের বড় আসর চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট বেশ কয়েকটি খেলার। যেখানে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানসিটির মত বড় ক্লাবগুলো।চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচ ডে-৫ এর ৮টি খেলা অনুষ্ঠিত হবে। যার মধ্যে বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় শুরু হবে দুটি খেলা এবং বাকি ৬টা ম্যাচ শুরু হবে রাত ১ টায়।
অস্ট্রিয়ান ক্লাব আরবি সালসবার্গের বিপক্ষে আজ রাত পৌনে ১১টায় মাঠে নামবে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের প্রথম দেখার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিলো।চেলসি ৪টি ম্যাচ খেলে ২টি জয় এবং ১টি হার এবং এক ড্র-এ ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে তালিকার শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে সমান ম্যাচ খেলে ১টি জয় এবং তিনটি ড্র নিয়ে দুইয়ে আছে সালসবার্গ।
রাত পৌনে ১১টায় অন্য ম্যাচে স্প্যানিস ক্লাব সেভিয়ার মুখোমুখি হবে ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেন। দুটি দলই এর আগে দুটি করে ম্যাচ হেরে এবং ড্র করে ‘জি’ গ্রুপের তলানিতে পড়ে আছে।
আজকের ম্যাচের মাধ্যমে নির্ধারণ হবে কোন দল প্রথম পর্ব থেকে বিদায় নেবে আর কোন দল যোগ দেবে ইউরোপায়। এর আগে চলতি মৌসুমে প্রথম দেখায় দুই দল গোলশূন্য ড্র করেছিল।রাত ১টার ‘এইচ’ গ্রুপের ম্যাচে তারকা খেলোয়াড় লিওনেল মেসির দল পিএসজি মুখোমুখি হবে ইসরাইলি ক্লাব ম্যাকাবি হাইফার। এর আগের দেখায় ম্যাকাবি হাইফার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিলো পিএসজি। এই ম্যাকাবি হাইফাই আগের ম্যাচে হারিয়ে দিয়েছিল জুভেন্টাসকে।