স্টাফ রিপোর্টার: চলতি বছর সাড়ে নয় মাসেই দেশে বজ্রপাতে কমপক্ষে ৩২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস সামনে রেখে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও বুধবার নানা আয়োজনে দিবসটি পালন করবে।
বজ্রপাতের পরিসংখ্যান দিয়ে এনামুর রহমান বলেন, সবগুলো মৃত্যুই হয়েছে খোলা স্থানে। সরকার তাই বজ্রপাত আশ্রয়কেন্দ্র করার পরিকল্পনা করছে।
তিনি বলেন, ২০১৫ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সে বছর বজ্রপাতে মারা গিয়েছিলেন ২২৬ জন। এরপর ২০১৬ সালে ৩৯১ জন এবং ২০১৮ সালে ৩৫৯ জনের মৃত্যু হয় বজ্রপাতে।
প্রতিমন্ত্রী বলেন, এ বছর নদী ভাঙনের শিকার ৯ হাজার ৪৪৫ পরিবারকে বাড়ি দেওয়া হবে। এ বছর তীব্র বন্যা না হলেও ব্যাপক নদী ভাঙন হয়েছে।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ‘ন্যাশনাল বিল্ডিং কোড’ প্রণয়ন করার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সকল দুর্যোগ মোকাবেলায় আমরা সফলতা অর্জন করেছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে ভূমিকম্পে আমরা এখনো সে রকম সফলতা পাইনি।’
এনামুর রহমান বলেন, ‘তবে বিল্ডিং কোড মেনে যদি আগামীতে ভবন তৈরি করা হয়, তাহলে সেগুলো ভূমিকম্প সহনীয় হবে। কারণ এগুলোকে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সহনীয় হিসেবে তৈরি করা হচ্ছে।’