আন্তর্জাতিক ডেস্ক:পূর্ব এশিয়ার দেশ জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। এর মাধ্যমে তিনি দেশটির শততম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন।
প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (৪ অক্টোবর) জাপানের আইনসভার দুটি কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভের পর আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা। এর আগে সম্প্রতি তিনি জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। যা মূলত তাকে প্রধানমন্ত্রী হওয়ার পথে একধাপ এগিয়ে দেয়।
জানা গেছে, নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নতুন মন্ত্রিসভা খুব দ্রুত ঘোষণা করা হতে পারে।
বিশ্লেষকদের মতে, ২০২০ সালে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন সদ্য বিদায়ী ইয়োশিহিদা সুগা। কিন্তু জনগণ ও দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে চলতি বছর জাপানে অলিম্পিক আয়োজনের অনুমতি দিয়ে বিপাকে পড়েন তিনি।
গত প্রায় এক থেকে দেড় মাস ধরে করোনা ভাইরাস পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে জাপানে। সংকটময় এমন পরিস্থিতিতে অলিম্পিক আয়োজনের অনুমতি দেওয়া স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ করেছে জাপানের রাজনৈতিক মহল ও জনগণের বিশাল অংশকে।
সরকারি-বেসরকারি বেশ কয়েকটি জরিপে সেই ক্ষোভের আলামত দেখা গেছে। সাম্প্রতিক সেসব জরিপে দেখা গেছে, দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের জনপ্রিয়তা ব্যাপকভাবে নেমে গেছে।
আর তাই দলের জনপ্রিয়তা হ্রাসের দায় মাথায় নিয়ে দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন সুগা। মূলত এরপর প্রথমে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান হিসেবে নির্বাচিত হন ফুমিও কিশিদা। এরই ধারাবাহিকতায় সোমবার দেশটির সরকার প্রধান হিসেবে নির্বাচিত হলেন তিনি।
এ দিকে জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, আগামী সপ্তাহে জাপানের পার্লামেন্ট ভেঙে দেবেন সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এছাড়া আগামী ৩১ অক্টোবর দেশে সাধারণ নির্বাচনের ডাক দেবেন তিনি।