আন্তর্জাতিক ডেক্স : ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বর্ষণের ফলে পানিতে ডুবে গেল ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কিছু অংশ। ভারী বর্ষণের কারণে ইতোমধ্যে শহরে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে।
গতকাল শুক্রবার ১ হাজার মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।
এএনআইয়ের শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের রানওয়ে পানিতে তলিয়ে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটে জানায়, আকস্মিক ভারী বৃষ্টির কারণে বিমানবন্দরে পানি জমে যায়।
আমাদের কর্মীরা দ্রুত এ সমস্যার সমাধান করেছেন। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দিল্লি ও এর আশপাশের এলাকায় বজ্রসহ ভারী থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।