ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় শক্রতা মুলক ফলবান পটল গাছ উপড়ে ফেললো সন্ত্রাসীরা কৃষকের আহাজারী


স্টাফ রিপোর্টর নওগাঁঃনওগাঁয় এক ভুটভুটি চালকের জীবন ধারনের সম্বল ভুটভুটি পুড়িয়ে দেয়া সহ ১০ কাঠা জমির পটল ক্ষেত উপড়ে নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা। ফলে এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি চালাবেন কিভাবে এবং স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে সামনের দিন গুলোর জন্য অনিশ্চয়তায় পড়েছেন ।

নওগাঁর মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়নপুর নিচপাড়া গ্রামে ৫মে রাতে কোন এক সময় এ ঘটনা ঘটায় ।

ঐ গ্রামের মিঠু মন্ডল ও স্বাধীন সহ বেশ কয়েকজন বলেন, গ্রামের জাইদুল রহমানের ছেলে জুয়েল (২৭) এনজিও থেকে ঋন নিয়ে একটি ভুটভুটি কিনে চালানোর পাশাপাশী প্রতিবেশী হামিদ মৌলবীর ১০ কাঠা জমি বন্দকী নিে পটল চাষ করে সংসার চালিয়ে আসছিলেন। ৩০ এপ্রিল রাতে বাড়ির খলিয়ানে রাখা ভুটভুটিতে আগুন লাগিয়ে পুড়ে দেন দূর্বৃত্তরা।

এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েন দরিদ্র জুয়েল।
এ ঘটনার জের শেষ না হতেই রবিবার সকালে বিক্রির জন্য পটল তুলতে পটলের ক্ষেতে গিয়ে ্র জুয়েল দেখতে পান তার ১০ কাঠা জমিতে রোপনকৃত সম্পূর্ন পটলের গাছ উপড়ে তুলে ফেলে গেছে দূর্বৃত্তরা। মহূর্তের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন ঘটনাস্থলে ভীড় জমান দু:খ প্রকাশ করে দুর্বৃত্তর শাস্তি কামনা করেন।
এব্যাপারে ক্ষতিগ্রস্থ্য ভুটভুটি চালক হতদরিদ্র জুয়েল বলেন, আমার সাথে জায়গাঁ বা জমি নিয়ে কারো সাথে বিরোধ নেই ।

আমি এনজিও থেকে ঋৃণের টাকা কিস্তিতে নিয়ে একটি ভুটভুটি কিনে চালানোর পাশাপাশি পটল চাষ করে সংসার চালিয়ে আসছিলাম। মাত্র ৫ দিনের ব্যবধানে প্রথমে ভুটভুটি পুড়িয়ে দিলো এর পরই গত রাতের কোন এক সময় আমার জমির সম্পূর্ন পটলের গাছ উপড়ে নষ্ট করেছে দূর্বৃত্তরা। এতে শুধু পটল ক্ষেতের ই আনুমানিক প্রায় দের লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, জুয়েল আরো বলেন, আমি গরীব মানুষ আমার যে ক্ষতি করা হয়েছে এখন আমি স্ত্রী ও দুই শিশু সন্তানকে কি খাওয়াবো এবং এনজিও থেকে নেয়া ঋৃণের টাকার কিস্তি বা কই থেকে দিব। এঘটনায় থানায় অভিযোগ দিয়েছে জুয়েল । কিন্ত কোন দুর্বৃত্ত কে আটক করতে পারেনি পুলিশ ।

ট্যাগস

নওগাঁয় শক্রতা মুলক ফলবান পটল গাছ উপড়ে ফেললো সন্ত্রাসীরা কৃষকের আহাজারী

আপডেট সময় ০৭:৫৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০১৯


স্টাফ রিপোর্টর নওগাঁঃনওগাঁয় এক ভুটভুটি চালকের জীবন ধারনের সম্বল ভুটভুটি পুড়িয়ে দেয়া সহ ১০ কাঠা জমির পটল ক্ষেত উপড়ে নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা। ফলে এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি চালাবেন কিভাবে এবং স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে সামনের দিন গুলোর জন্য অনিশ্চয়তায় পড়েছেন ।

নওগাঁর মহাদেবপুর উপজেলার খোর্দ্দনারায়নপুর নিচপাড়া গ্রামে ৫মে রাতে কোন এক সময় এ ঘটনা ঘটায় ।

ঐ গ্রামের মিঠু মন্ডল ও স্বাধীন সহ বেশ কয়েকজন বলেন, গ্রামের জাইদুল রহমানের ছেলে জুয়েল (২৭) এনজিও থেকে ঋন নিয়ে একটি ভুটভুটি কিনে চালানোর পাশাপাশী প্রতিবেশী হামিদ মৌলবীর ১০ কাঠা জমি বন্দকী নিে পটল চাষ করে সংসার চালিয়ে আসছিলেন। ৩০ এপ্রিল রাতে বাড়ির খলিয়ানে রাখা ভুটভুটিতে আগুন লাগিয়ে পুড়ে দেন দূর্বৃত্তরা।

এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েন দরিদ্র জুয়েল।
এ ঘটনার জের শেষ না হতেই রবিবার সকালে বিক্রির জন্য পটল তুলতে পটলের ক্ষেতে গিয়ে ্র জুয়েল দেখতে পান তার ১০ কাঠা জমিতে রোপনকৃত সম্পূর্ন পটলের গাছ উপড়ে তুলে ফেলে গেছে দূর্বৃত্তরা। মহূর্তের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন ঘটনাস্থলে ভীড় জমান দু:খ প্রকাশ করে দুর্বৃত্তর শাস্তি কামনা করেন।
এব্যাপারে ক্ষতিগ্রস্থ্য ভুটভুটি চালক হতদরিদ্র জুয়েল বলেন, আমার সাথে জায়গাঁ বা জমি নিয়ে কারো সাথে বিরোধ নেই ।

আমি এনজিও থেকে ঋৃণের টাকা কিস্তিতে নিয়ে একটি ভুটভুটি কিনে চালানোর পাশাপাশি পটল চাষ করে সংসার চালিয়ে আসছিলাম। মাত্র ৫ দিনের ব্যবধানে প্রথমে ভুটভুটি পুড়িয়ে দিলো এর পরই গত রাতের কোন এক সময় আমার জমির সম্পূর্ন পটলের গাছ উপড়ে নষ্ট করেছে দূর্বৃত্তরা। এতে শুধু পটল ক্ষেতের ই আনুমানিক প্রায় দের লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, জুয়েল আরো বলেন, আমি গরীব মানুষ আমার যে ক্ষতি করা হয়েছে এখন আমি স্ত্রী ও দুই শিশু সন্তানকে কি খাওয়াবো এবং এনজিও থেকে নেয়া ঋৃণের টাকার কিস্তি বা কই থেকে দিব। এঘটনায় থানায় অভিযোগ দিয়েছে জুয়েল । কিন্ত কোন দুর্বৃত্ত কে আটক করতে পারেনি পুলিশ ।