ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ Logo ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট হয়: শাকিব খান Logo যুক্তরাজ্যে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু! Logo নওগাঁ ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা Logo নির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন, নয়তো ষড়যন্ত্র বাড়বে: তারেক রহমান Logo আদানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেফতারি পরোয়ানা জারি Logo ইউক্রেনের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া Logo সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস Logo সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল গাজীপুর থেকে গ্রেপ্তার Logo সাফ চ্যাম্পিয়ন তিন নারী খেলোয়াড়কে সাতক্ষীরায় গণসংবর্ধনা

নওগাঁর পাইকারী বাজারে ক‌মে‌ছে সব‌জির দর

বদলগাছীর কোলা হাটে পাইকাররা সবজি কিনে দুরে হাটে নেওয়ার প্রস্ততি

স্টাফ রিপোর্টার: নওগাঁর হাটগুলোতে শীতের সবজির সরবরাহ বেড়েছে । লাউ, পটল, সীম,মুলা বরবটিসহ নানা ধরণের সবজি কৃষকরা ক্ষেত থেকে তুলে হাটে নিচ্ছেন। সরবরাহ বাড়ায় কেজি‌তে ১০ থে‌কে ১৫ টাকা ক‌মে‌ছে ।  ব্যবসায়ীরা বলছেন আমদানী  বৃদ্ধির সাথে পাইকারের উপস্থিতি কম থাকায় দরের সুচক নিন্ম গতি ।

শীতের নানা জাতের সবজি কৃষকরা ক্ষে‌তে তু‌লে বি‌ক্রির জন‌্য হা‌টে আন‌ছেন ভোর সকা‌লে । নওগাঁর বদলগাছীর কোলা হা‌টে বে‌ড়ে‌ছে সব‌জির সরবরাহ । বিশেষ করে শীতের সবজি কপি, শিম বরবটি লাউয়ের দর কমতির দিকে ।

শীতের সবজির সরবরাহ বেড়েছে হাটে

গেল সপ্তাহ থে‌কে কে‌জি‌তে ১০ থে‌কে ১৫ টাকা ক‌মে‌ছে দর ।চাষীরা বল‌ছেন সরবরা‌হের তুলনায় পাইকার না থাকায় কম;দ‌রে বিকা‌তে হ‌চ্ছে সব‌জি ।

বাজারে দরদাম,পটল প্রতি কেজি ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, মুলা ৩৫ টাকা , শিম ৯০ টাকা, লাউ পিস ২০ থেকে ২৫ টাকা, বরব‌টি ৫০ টাকা কে‌জি, ফুলকপি ২৫টাকা পিস । বদলগাছী হাটে সবজি বিক্রি করতে আসা গুলজার, সাদেক, তোফাজ্জল সহ বেশ ক জন কৃষক বলেন, মাত্র দু দিন আগেও স্থানীয় ভান্ডারপুর হাটে যে তরে সবজি বিক্রি করেছি তার থেকে ১০ থেকে প্রকার ভেদে ২০ টাকা পর্যন্ত কম দরে কোলা হাটে সবজি বিক্রি করলাম ।

ভোরে ক্ষেত থেকে সবজি নিয়ে আসেন হাটে

 সপ্তাহে ৪০ থে‌কে ৫০ লাখ টাকার সবজি বেচা কেনা হ‌লেও হা‌টের জায়গা না থাকায় ভোগা‌ন্তি‌তে পড়ার দাবী হাট স‌মি‌তির নেতার।কোলাহাট , ইজারাদার মো:  আবু বকর সি‌দ্দিক বলেন, বৃষ্টি হলে মাঠে বসা এ হাটে দুর্ভো চরমে পৌছে । 

সপ্তা‌হে মঙগলবার ও শুক্রবার সব‌জির পাইকারী এ হাট ব‌সে ।

কৃ‌ষি বিভাগের তথ‌্যম‌তে ১৪ ,হাজার হেক্টর জ‌মি‌তে শী‌তের নানা জাতের সব‌জি চাষ হ‌য়ে‌ছে । এসব সব‌জি প্রা‌ন্তিক হা‌টে বি‌ক্রি ক‌রেন চাষীরা ।

বেলা বাড়ার সাথে জমে উঠে কোলা হাট
ট্যাগস

বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নওগাঁর পাইকারী বাজারে ক‌মে‌ছে সব‌জির দর

আপডেট সময় ১২:৩৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার: নওগাঁর হাটগুলোতে শীতের সবজির সরবরাহ বেড়েছে । লাউ, পটল, সীম,মুলা বরবটিসহ নানা ধরণের সবজি কৃষকরা ক্ষেত থেকে তুলে হাটে নিচ্ছেন। সরবরাহ বাড়ায় কেজি‌তে ১০ থে‌কে ১৫ টাকা ক‌মে‌ছে ।  ব্যবসায়ীরা বলছেন আমদানী  বৃদ্ধির সাথে পাইকারের উপস্থিতি কম থাকায় দরের সুচক নিন্ম গতি ।

শীতের নানা জাতের সবজি কৃষকরা ক্ষে‌তে তু‌লে বি‌ক্রির জন‌্য হা‌টে আন‌ছেন ভোর সকা‌লে । নওগাঁর বদলগাছীর কোলা হা‌টে বে‌ড়ে‌ছে সব‌জির সরবরাহ । বিশেষ করে শীতের সবজি কপি, শিম বরবটি লাউয়ের দর কমতির দিকে ।

শীতের সবজির সরবরাহ বেড়েছে হাটে

গেল সপ্তাহ থে‌কে কে‌জি‌তে ১০ থে‌কে ১৫ টাকা ক‌মে‌ছে দর ।চাষীরা বল‌ছেন সরবরা‌হের তুলনায় পাইকার না থাকায় কম;দ‌রে বিকা‌তে হ‌চ্ছে সব‌জি ।

বাজারে দরদাম,পটল প্রতি কেজি ৪০ টাকা, বেগুন ৪০ টাকা, মুলা ৩৫ টাকা , শিম ৯০ টাকা, লাউ পিস ২০ থেকে ২৫ টাকা, বরব‌টি ৫০ টাকা কে‌জি, ফুলকপি ২৫টাকা পিস । বদলগাছী হাটে সবজি বিক্রি করতে আসা গুলজার, সাদেক, তোফাজ্জল সহ বেশ ক জন কৃষক বলেন, মাত্র দু দিন আগেও স্থানীয় ভান্ডারপুর হাটে যে তরে সবজি বিক্রি করেছি তার থেকে ১০ থেকে প্রকার ভেদে ২০ টাকা পর্যন্ত কম দরে কোলা হাটে সবজি বিক্রি করলাম ।

ভোরে ক্ষেত থেকে সবজি নিয়ে আসেন হাটে

 সপ্তাহে ৪০ থে‌কে ৫০ লাখ টাকার সবজি বেচা কেনা হ‌লেও হা‌টের জায়গা না থাকায় ভোগা‌ন্তি‌তে পড়ার দাবী হাট স‌মি‌তির নেতার।কোলাহাট , ইজারাদার মো:  আবু বকর সি‌দ্দিক বলেন, বৃষ্টি হলে মাঠে বসা এ হাটে দুর্ভো চরমে পৌছে । 

সপ্তা‌হে মঙগলবার ও শুক্রবার সব‌জির পাইকারী এ হাট ব‌সে ।

কৃ‌ষি বিভাগের তথ‌্যম‌তে ১৪ ,হাজার হেক্টর জ‌মি‌তে শী‌তের নানা জাতের সব‌জি চাষ হ‌য়ে‌ছে । এসব সব‌জি প্রা‌ন্তিক হা‌টে বি‌ক্রি ক‌রেন চাষীরা ।

বেলা বাড়ার সাথে জমে উঠে কোলা হাট