ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁর পাইকারি মাছ বাজারে সরবরাহ বেড়েছে

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর পাইকারি বাজারে সব ধর‌নের মাছের সরবরাহ বে‌ড়ে‌ছে। তবে সরবরাহ বাড়ার সাথে সাথে দামও গত সপ্তাহের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি । দাম বাড়ায় খু‌শি মাছ চাষিরা। ব্যবসায়ীরা বলছেন, আড়তে দেশিয় মা‌ছের সরবরাহ বেড়েছে। 
ভোরে চাষিরা বি‌ভিন্ন যানবাহ‌নে করে মাছ বি‌ক্রি করতে সান্তাহার পাইকারি আড়‌তে নিয়ে আসেন। বেলা বাড়ার সা‌থে পাইকার‌দের হাঁকঢাকে মাছ কেনাবেচায় সরব হয় আড়ত। দেশিয় সব ধরনের মাছের দাম কে‌জি‌তে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
মা‌ছের দর বাড়ায় ক্ষ‌তি কা‌টি‌য়ে উঠ‌ছেন বলে জানান চাষিরা । বাজারে রুই প্রতি কেজি ১৮০ টাকা, কাতল ১৭০ টাকা, মৃগেল ১৬০ টাকা, সিলভার কার্প ১২০ টাকা, শিং মাগুর ৩৫০ টাকা, ছোট পাবদা ২২০ টাকা, কই মাছ ১৩০ টাকা পাইকারি বেচাকেনা হ‌চ্ছে ।
ব্যবসায়ীরা বলছেন, গেল সপ্তাহের তুলনায় সব মাছের দর ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে । তবে দূরের পাইকারের উপস্থিতি বাড়ায় মাছের দর বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ী সমিতির নেতা।
নওগাঁর আত্রাই,   রাণীনগরসহ, বগুড়ার জেলার আদমদী‌ঘির মাছ চাষিরা সান্তাহার পাইকারি আড়তে মাছ বিক্রি করতে আসেন।
ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

নওগাঁর পাইকারি মাছ বাজারে সরবরাহ বেড়েছে

আপডেট সময় ১১:০০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর পাইকারি বাজারে সব ধর‌নের মাছের সরবরাহ বে‌ড়ে‌ছে। তবে সরবরাহ বাড়ার সাথে সাথে দামও গত সপ্তাহের চেয়ে ২০ থেকে ৩০ টাকা বেশি । দাম বাড়ায় খু‌শি মাছ চাষিরা। ব্যবসায়ীরা বলছেন, আড়তে দেশিয় মা‌ছের সরবরাহ বেড়েছে। 
ভোরে চাষিরা বি‌ভিন্ন যানবাহ‌নে করে মাছ বি‌ক্রি করতে সান্তাহার পাইকারি আড়‌তে নিয়ে আসেন। বেলা বাড়ার সা‌থে পাইকার‌দের হাঁকঢাকে মাছ কেনাবেচায় সরব হয় আড়ত। দেশিয় সব ধরনের মাছের দাম কে‌জি‌তে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
মা‌ছের দর বাড়ায় ক্ষ‌তি কা‌টি‌য়ে উঠ‌ছেন বলে জানান চাষিরা । বাজারে রুই প্রতি কেজি ১৮০ টাকা, কাতল ১৭০ টাকা, মৃগেল ১৬০ টাকা, সিলভার কার্প ১২০ টাকা, শিং মাগুর ৩৫০ টাকা, ছোট পাবদা ২২০ টাকা, কই মাছ ১৩০ টাকা পাইকারি বেচাকেনা হ‌চ্ছে ।
ব্যবসায়ীরা বলছেন, গেল সপ্তাহের তুলনায় সব মাছের দর ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে । তবে দূরের পাইকারের উপস্থিতি বাড়ায় মাছের দর বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ী সমিতির নেতা।
নওগাঁর আত্রাই,   রাণীনগরসহ, বগুড়ার জেলার আদমদী‌ঘির মাছ চাষিরা সান্তাহার পাইকারি আড়তে মাছ বিক্রি করতে আসেন।