ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাদেমাজু গ্রামের কালিতলার মাঠের একটি গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার সকালে বাদেমাজু গ্রামের কয়েকজন কৃষক কালিতলা মাঠে কাজ করার জন্য যাচ্ছিলেন। এ সময় মাঠের পাশে একটি বটগাছের সঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিহতের মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গলায়ও আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ট্যাগস

চুয়াডাঙ্গায় গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৫৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাদেমাজু গ্রামের কালিতলার মাঠের একটি গাছ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার সকালে বাদেমাজু গ্রামের কয়েকজন কৃষক কালিতলা মাঠে কাজ করার জন্য যাচ্ছিলেন। এ সময় মাঠের পাশে একটি বটগাছের সঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিহতের মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। গলায়ও আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।