ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে নুর মোহাম্মদ টিপু (৩২) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার ১০ নম্বর এলাকার একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুর মোহাম্মদকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। নিহত নুর মোহাম্মদের স্ত্রী জোহরা আক্তার বলেন, সকালে তিন যুবক এসে এক প্রসূতি রোগীর-

জরুরি চিকিৎসার কথা বলে তাকে (নুর মোহাম্মদ) নিয়ে যান। এর কিছুক্ষণ পর থেকে তাদের আর মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহ নূর জানান, স্থানীয়দের কাছ-

থেকে খবর পেয়ে ১০ নম্বর এলাকার সাপমারা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো অভিযোগ করা হয়নি।

ট্যাগস

মাটিরাঙ্গায় পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৩৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে নুর মোহাম্মদ টিপু (৩২) নামে এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার ১০ নম্বর এলাকার একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুর মোহাম্মদকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। নিহত নুর মোহাম্মদের স্ত্রী জোহরা আক্তার বলেন, সকালে তিন যুবক এসে এক প্রসূতি রোগীর-

জরুরি চিকিৎসার কথা বলে তাকে (নুর মোহাম্মদ) নিয়ে যান। এর কিছুক্ষণ পর থেকে তাদের আর মোবাইল ফোনে পাওয়া যাচ্ছিল না।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহ নূর জানান, স্থানীয়দের কাছ-

থেকে খবর পেয়ে ১০ নম্বর এলাকার সাপমারা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো অভিযোগ করা হয়নি।