আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে প্রতিবেশী ভারত ও চীন মধ্যকার সম্পর্ক। লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দেশ দুটির সামরিক সদস্যরা।
সীমান্ত বিবাদ নিয়ে এর আগেও বহুবার সংঘর্ষে জড়িয়েছে এই দুই দেশ। কেননা ভারতের সঙ্গে প্রায় ৪ হাজার ৩৮৮ কিলোমিটার এলাকাজুড়ে বিশাল সীমানা রয়েছে চীনের।
এমন পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনীর অস্ত্রভাণ্ডারে যোগ হচ্ছে সাবমেরিন ধ্বংসকারী আরও চারটি পি-৮আই বিমান।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগামী বছরের শুরুতেই সেগুলো ভারত সরকারের হাতে আসবে বলে জানা গেছে। সব কিছু ঠিকঠাক ২০২১ সালে-
আরও ৬টি পি-৮আই বিমান কেনার চুক্তিও হতে পারে। এতে ভারত মহাসাগরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে বলে দাবি বিশেষজ্ঞদের।
বিশ্লেষকদের মতে, পি-৮আই বিমানটি ভারতীয় নৌবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। উপকূল এলাকায় নজরদারি, শত্রুপক্ষের-
জাহাজ এবং সাবমেরিনের অবস্থান জানা এবং প্রয়োজনে আঘাত হানার ক্ষেত্রে এই বিমান ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যন্ত কার্যকরী।
প্রতিরক্ষাকে জোরদারের পাশাপাশি, বিভিন্ন আঞ্চলিক শক্তির সঙ্গে যুঝতে হারপুন ব্লক-২ ক্ষেপণাস্ত্র এবং হালকা ওজনের টর্পেডোকে বিমানটির সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যা কিনা শক্তিশালী রেডিও সিগনালের মাধ্যমে শত্রুপক্ষের সাবমেরিন এবং জাহাজ দুই-ই ধ্বংস করতে সক্ষম।