স্টাফ রিপোর্টারঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানির চর এলাকায় মেঘনা নদীতে ছয়জন আরোহীসহ একটি বালুবোঝাই ট্রলার ডুবে গেছে।
এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও জান শরীফ (৫০) নামে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার মৃত নান্নু মিয়ার ছেলে।
সোমবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে চর-কিশোরগঞ্জ থেকে যাওয়ার পথে ইসমানির চর এলাকায় ট্রলারটি ডুবে যায়।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল হান্নান মিয়া জানান, ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীর চর কিশোরগঞ্জ এলাকা থেকে ছয়জন আরোহীসহ বালুবোঝাই ট্রলারটি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামে যাচ্ছিল।
সকাল সাড়ে ৮টার দিকে ট্রলারটি মেঘনা নদীর ইসমানির চর এলাকায় আসলে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ছয়জনের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ রয়েছেন।
উদ্ধাররা হলেন- দুখু মিয়া (৪৫), আক্তার হোসেন (২৮), জনি (২৬) হুমায়ুন (৩১) ও অজ্ঞাত পরিচয় এক শ্রমিক।
এদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে গজারিয়া কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ট্রলার ও শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি।