বগুড়া প্রতিনিধিঃ বগুড়া ডিবি পুলিশের পৃথক অভিযানে প্রাইভেট কার, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজাসহ ১০ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
বৃহস্পতিবার ভোরে বগুড়া সদর ও সোনাতলা উপজেলায় এ অভিযান পরিচালনা করে বগুড়া ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর ও সোনাতলা থানায় পৃথক মামলা দায়ের হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক-
নির্দেশনায় ওসি ডিবি আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে ডিবি পুলিশ বগুড়া সদর ও সোনাতলা উপজেলায় অভিযান চালায়।
পৃথক মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে বগুড়া শহরের মাটিডালী বিমান মোড়ে দিনাজপুর হতে-
ঢাকাগামী একটি সাদা রঙের প্রাইভেটকার এর পেছন ডালায় স্কুল ব্যাগের ভেতর ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
বগুড়ার গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আছলাম আলী পিপিএম জানান, বগুড়া জেলা পুলিশ সব ধরনের অপরাধ নির্মূলে সদা তৎপর রয়েছে।
মাদক, সন্ত্রাস সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর ও সোনাতলা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।