আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার রাজধানী মস্কোর রাজপথে নেমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মুখ খোলায় একশ ৪২ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সংবিধান পরিবর্তন করে নিজে ক্ষমতায় থাকার পথ কাঁটামুক্ত করার কারণে সমালোচনার মুখে পড়েছেন পুতিন।
রাজনৈতিক ইস্যুতে আন্দোলনে নেমে গতকাল বুধবার (১৫ জুলাই) বিকালে তারা আটক হন।
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, আটকদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। পুলিশ তাদের গাড়িতে তুলে নিয়ে যায়।
সংবিধান পরিবর্তনের ব্যাপারে মস্কো শহরের খ্যাতিমান কনসিলর ইউলিয়া গালইয়ামিনা বরাবরই বিরোধিতা করেছেন। গতকাল যারা আটক হয়েছেন, তাদের মধ্যে ইউলিয়া গালইয়ামিনার মেয়েও রয়েছে।
এ দিকে সংবিধান পরিবর্তনের ফলে আরও ১৬ বছর ক্ষমতায় থাকার পথ কন্টকমুক্ত করেছেন ভ্লাদিমির পুতিন।
বুধবার সকালে ইউলিয়া ও তার সমর্থকরা পুতিনের সংবিধান পরিবর্তন সংক্রান্ত বিষয়ের বিরোধিতা করে শত শত মানুষের স্বাক্ষর সংগ্রহ করেন।
ইউলিয়া জানিয়েছেন, গতকালই পাঁচ হাজার মানুষ সংবিধান পরিবর্তনের বিরুদ্ধে স্বাক্ষর দিয়েছেন। অনেকেই লিখেছেন, পুতিন ছাড়াই হবে রাশিয়া। কেউ লিখেছেন, রাশিয়া মুক্ত হবে।
সূত্র : ফ্রান্স/২৪