ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

রাজধানীর শ্যামপুরে কলেজছাত্রের ‘আত্মহত্যা’

প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টারঃ   রাজধানীর শ্যামপুর পশ্চিম জুরাইনে তাসকির আহমেদ সিয়াম (২০) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার।

সিয়াম স্থানীয় একটি কলেজের ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষে পড়তো। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে পরিবারের লোকজন সিয়ামকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১০টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করে।

মুন্সিগঞ্জ জেলার ব্যবসায়ী নিজাম উদ্দিন খানের সন্তান সিয়াম। শ্যামপুর পশ্চিম জুরাইন আইজিগেট এলাকায় পরিবারের সঙ্গে  ভাড়া বাসায় থাকতো সে।

নিজাম উদ্দিন জানান, সকালে নাস্তা খেয়ে বাসার একটি রুমে দরজা আটকে দেয় সিয়াম। পরে কোনো সাড়া শব্দ না পেয়ে, দরজা ভেঙে দেখা যায় সে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ট্যাগস

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

রাজধানীর শ্যামপুরে কলেজছাত্রের ‘আত্মহত্যা’

আপডেট সময় ০২:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০

স্টাফ রিপোর্টারঃ   রাজধানীর শ্যামপুর পশ্চিম জুরাইনে তাসকির আহমেদ সিয়াম (২০) নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার পরিবার।

সিয়াম স্থানীয় একটি কলেজের ইন্টারমিডিয়েটের দ্বিতীয় বর্ষে পড়তো। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পরে পরিবারের লোকজন সিয়ামকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১০টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করে।

মুন্সিগঞ্জ জেলার ব্যবসায়ী নিজাম উদ্দিন খানের সন্তান সিয়াম। শ্যামপুর পশ্চিম জুরাইন আইজিগেট এলাকায় পরিবারের সঙ্গে  ভাড়া বাসায় থাকতো সে।

নিজাম উদ্দিন জানান, সকালে নাস্তা খেয়ে বাসার একটি রুমে দরজা আটকে দেয় সিয়াম। পরে কোনো সাড়া শব্দ না পেয়ে, দরজা ভেঙে দেখা যায় সে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।