আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ পাইলটের লাইসেন্স নেই, তারা জাল লাইসেন্স ব্যবহার করেন বলে জানিয়েছেন দেশটির বিমান পরিবহনমন্ত্রী গুলাম সারোয়ার খান।
গত মাসে করাচিতে প্লেন বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় বুধবার (২৪ জুন) পাকিস্তানের-
অ্যাভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার খান পার্লামেন্টে এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেন তিনি। খবর গালফ নিউজের।
গুলাম সারওয়ার বলেন, পাকিস্তানে বর্তমানে ৮৬০ জন পাইলট রয়েছেন। এদের মধ্যে ২৬২ জন নিজেরা পরীক্ষায় অংশ নেননি। তারা অন্যজনকে পরীক্ষায় বসিয়েছেন।
তিনি আরও জানান, যাদের জাল লাইসেন্স রয়েছে, তারা অনেকেই উড়োজাহাজ চালাতে পারেন না। রাজনৈতিক ভিত্তিতে এসব পাইলট নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে করাচিতে প্লেন বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটরা করোনা ভাইরাস মহামারির কারণে বিভ্রান্ত ছিলেন।
গত ২২ মে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি প্লেন করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে-
আবাসিক এলাকার ওপর বিধ্বস্ত হয়। এতে ‘এ৩২০’ মডেলের প্লেনটিতে থাকা ৯৭ আরোহী নিহত হন। বেঁচে যান দুই আরোহী।