ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের বানিয়া কান্দর গ্রামে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু হয়েছে। রোববার সকালে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মৃত শিশু দুটি সদর উপজেলার বানিয়া কান্দর গ্রামের নজরুল ইসলামের সন্তান।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে মায়ের সাথে আবু সালেহ মাহি (৫) ও সাফিয়া খাতুন (৭) বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়।
গোসল শেষে মা মনিরা বেগম বাড়িতে ফিরে আসে। সন্তানদের না পেয়ে পাশের বাড়ির রাবেয়া খাতুনকে সাথে নিয়ে পুকুরে খুজঁতে যায়।
খোজখুজির এক পর্যায়ে শিশু দুটির লাশ পাওয়া যায়। পরে পুলিশ তাদরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন মা মনিরা খাতুন পুলিশকে বলেছেন, তিনি দুই ছেলে মেয়েকে পুকুর পাড়ে রেখে নিজে পানিতে গোসল করতে নামেন। পরে পিছন ফিরে দেখেন ছেলে মেয়ে দু’টি আর নেই। তবে তার কথা বার্তা অসংলগ্ন।
যে কারনে মা মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, মনিরা খাতুন নিজেই তার সন্তানকে হত্যা করেছে।