ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সাবেক এক ইউপি সদস্যের বাড়ি থেকে ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির ওজনের ৬ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
একইসাথে সুবিধাভোগীদের জন্য বরাদ্দকৃত ৭টি রেশনকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার মাহাদী হাসানকে ৬ মাস করে কারাদন্ডের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার জানান, গোপন সংবাদে অভিযান করলে সাবেক ওই ইউপি সদস্যের বাড়িতে মজুদকৃত অবস্থায় ৩০ কেজি করে ৬টি বস্তায় রাখা মোট ১৮০ কেজি সরকারি পাওয়া যায়।
অভিযানকালে সাবেক ওই ইউপি সদস্যের বাড়ি থেকে ৭টি রেশনের কার্ডও উদ্ধার হয়। উদ্ধারকৃত এচালগুলো ডিলারের মাধ্যমে হতদরিদ্রররা ১০ টাকা কেজি করে ইউপি সদস্যদের দেয়া কার্ডের মাধ্যমে চাল ক্রয় করেন।
এ ঘটনায় সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও সংশ্লিষ্ঠ ডিলার মাহাদী হাসানকেও ৬ মাস করে কারান্ডের দিয়ে জেলে হাজতে পাঠানো হয়েছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদলতের বিচারক মো: সোহাগ হাওলাদার।