আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমানবাহী জাহাজ চার্লস ডে গুল্লে’র ছয়শ ৬৮ জন নাবিক করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, এক হাজার সাতশ ৬৭ জন নাবিককে পরীক্ষা করে ৬৬৮ জনের শরীরে করোনা ধরা পড়েছে। বর্তমানে ৩১ জন হাসপাতালে রয়েছেন করোনা পরীক্ষার অপেক্ষায়। আরো বেশি সংখ্যক নাবিককে পরীক্ষা করে দেখা হবে।
সম্প্রতি বাল্টিক সাগরে উত্তর ইউরোপের নৌ-বাহিনীর সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছিল ফ্রান্সের নৌ-বাহিনী। সেখান থেকে ফেরার পর দুই সপ্তাহ পার হয়ে গেছে। তারপর অন্তত ৪০ জন নাবিকের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়।
অসুস্থ নাবিকদের ফ্রান্সের হাসপাতালে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে বিমানবাহী জাহাজ চার্লস ডে গুল্লে’র ক্রদের নৌঁ ঘাঁটিতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এমনকি সেই জাহাজে থাকা বিমানগুলোর পাইলটদেরও কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে ধেকার জন্য নৌ-বাহিনীর প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : দ্য এজ