পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া গ্রামে আগুনে পুড়ে মাহফুজা আক্তার (৩৮) নামের এক স্কুল শিক্ষিকা মারা গেছেন।
আজ শনিবার ভোররাতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। নিহত মাহফুজা ওই গ্রামের ওহাব মাস্টার এর মেয়ে। সে ভান্ডারিয়া শহরের খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কিন্ডার গার্টেন এ শিক্ষকতা করতেন।
নিহতের স্বজনরা জানান, মাহফুজা তার বাবার বাড়িতে থেকে ওই বিদ্যালয়টিতে শিক্ষকতা করত। আজ ভোররাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে তাদের কাঠের ঘরে আগুন লাগে।
অগ্নিকান্ডের বিষয়টি টের পেয়ে সবাই ঘরের বাইরে বেরিয়ে আসে। তবে ঘরের দ্বিতীয় তলায় ঘুমে থাকা মাহফুজা আটকা পড়ে।
আর সেখানেই দগ্ধ হয়ে মারা যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মাহফুজাসহ ঘরটি পুড়ে পুরোপুরি ছাই হয়ে যায়। এ সময় পার্শবর্তী আরেকটি ঘর আংশিক ভষ্মীভূত হয়।