টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মাদকসেবী ছেলে নবীনকে (৩০) পুলিশের কাছে সোপর্দ করেছেন তার বাবা।পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক মাদকাসক্ত নবীনকে ৬ মাসের কারাদণ্ডসহ ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
শনিবার (২১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন।
কারাদণ্ডে দণ্ডিত নবীন উপজেলার শিয়ালকোল গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।
নবীনের বাবা সাজেদুল ইসলাম দৈনিক অধিকারকে বলেন, ‘আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। সে নেশা করার টাকা না পেলে বাবা-মাকে নির্যাতনসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করত। একপর্যায়ে বাধ্য হয়ে ছেলের অত্যাচার থেকে রক্ষা পেতে শনিবার দুপুরে তাকে পুলিশের কাছে সোপর্দ করি। পরে পুলিশ নবীনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ৬ মাসের কারাদণ্ডসহ ৫০০ টাকা জরিমানা করেন।’
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাসরীন পারভীন জানান, মাদকাসক্ত ওই যুবককে ৬ মাসের জেল-জরিমানা করা হয়েছে।