ক্লাব ফুটবল মৌসুমের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াইটা দেখা যাবে আজ। লা লিগায় মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
মাদ্রিদের এস্তাদিও সান্তিয়াগো বের্নাবেউয়ে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোটি শুরু হবে বাংলাদেশ সময় রোবববার রাত সোয়া ৯টায়। বাংলাদেশ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড-এ।
সম্প্রতি দুই দলের লড়াইয়ে একচেটিয়া দাপট বার্সেলোনার। সবশেষ মৌসুমে লা লিগার দুই ম্যাচ ছাড়াও কোপা দেল রে ও স্প্যানিশ সুপারকাপে দেখা হয়েছিল এই দুই দলের। সবগুলো ম্যাচেই জিতেছিল হান্সি ফ্লিকের দল।
নতুন মৌসুম অবশ্য রিয়াল শুরু করেছে পালাবদলের মধ্য দিয়ে। কোচ কার্লো আনচেলত্তির জায়গায় এসেছেন শাবি আলোন্সো। দলটিও রয়েছে দুর্দান্ত ছন্দে। লা লিগায় শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী বার্সেলোনা।
রিয়ালের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেও আছেন দুর্দান্ত ছন্দে। চ্যাম্পিয়ন্স লিগে ইউভেন্তুস ম্যাচের আগে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করেন এই ফরাসি তারকা।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে জিতেছে রিয়াল। সেই ধারা ক্লাসিকোতেও ধরে রাখতে চান আলোন্সো। এমবাপের কাছ থেকেও চান সেরাটা।
বার্সেলোনাও যে ছন্দহীন সময় কাটাচ্ছে তা নয়। নিজেদের সবশেষ ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসকে তারা উড়িয়ে দিয়েছে ৬-১ গোলে। তবু তাদের দুর্ভাবনার জায়গা রয়েই গেছে। আর তা হলো চোটের কারণে দলে একঝাঁক তারকার অনুপস্থিতি।
গত বুধবার দলীয় অনুশীলনে ফিরে স্বস্তির আভাস দিয়েছিলেন রাফিনিয়া। পরে আবার অনুস্থ অনুভব করলে শুক্রবার অনুশীলন করেননি। গত মৌসুমের সফলতম স্কোরারকে তাকে নিয়ে তাই শঙ্কা রয়েই গেছে। স্পেনের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর রিয়ালের বিপক্ষে লিগ ম্যাচে রাফিনিয়ার খেলার সম্ভাবনা আর নেই।
চোটের কারণে ক্লাসিকো থেকে আগেই ছিটকে গেছেন হোয়ান গার্সিয়া, রবের্ত লেভানদোভস্কি, গাভি ও দানি ওলমোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। ডিফেন্ডার জুল কুন্দের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
তবু পুরোনো পরিসংখ্যান বা দলের চোট নিয়ে না ভেবে আত্মবিশ্বাসী বার্সেলোনার তারকা মিডফিল্ডার পেদ্রি।
“কোন দল কেমন ছন্দে থেকে ক্লাসিকোয় খেলতে নামে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আগে কে কী করেছে, মাঠে সেটার প্রভাব সামান্যই থাকে।”
“গত মৌসুমে আমরা দুর্দান্ত খেলেছি। আমাদের আবার সেই পর্যায়ে ফিরতে হবে। উন্নতির সুযোগ সবসময়ই থাকে। তবে আমাদের এটাও মনে রাখা উচিত যে, গত বছর আমরা সব ক্লাসিকোয় জিতেছিলাম। আশা করি, এবারও সেই ধারা ধরে রাখতে পারব আমরা।”

ক্রীড়া ডেস্ক: 











