বলিউড সুপারস্টার শাহরুখ খান গুরুতর আহত হয়েছেন নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং চলাকালীন। মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময় এই দুর্ঘটনা ঘটে। সূত্র বলছে, পেশিতে আঘাত পেয়েছেন অভিনেতা, যার তীব্রতা এতটাই বেশি যে শুটিং তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিতে হয়েছে।
চিকিৎসার জন্য শাহরুখ খানকে দ্রুত আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানকার একটি বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা হবে বলে জানা গেছে। তবে শরীরের কোন অংশে আঘাত লেগেছে বা আঘাত কতটা গুরুতর, তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। শাহরুখের টিম থেকেও এ বিষয়ে এখনো কোনো বিবৃতি আসেনি।
তবে নিকটবর্তী সূত্রগুলো বলছে, গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন শাহরুখ। ধারণা করা হচ্ছে, পুরনো সমস্যার কারণেই এই চোট গুরুতর আকার ধারণ করেছে। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, আঘাত যাতে বড় রূপ না নেয়, সে জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থায় দেরি করা উচিত নয়।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সম্পূর্ণভাবে সেরে উঠতে এক মাসের মতো সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে শাহরুখ খান কাজ থেকে বিরত থাকবেন। ফলে ‘কিং’ ছবির বাকি অংশের শুটিং শুরু হতে পারে সেপ্টেম্বর বা নভেম্বর মাসে।
এদিকে শাহরুখ ভক্তদের মধ্যে এই খবরে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। তবে অনেকেই আশাবাদী যে, কিং খান দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবেন বড় পর্দায়।