সাকিব আল হাসান ও লিটন দাসের পর এবার চলমান কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটার আফিফ হোসেন। সারে জাগুয়ার্স দলের হয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবেন তিনি।
কানাডা লিগে খেলার জন্য রবিবার বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন আফিফ।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিলেন আফিফ হোসেন। আজকে তাকে অনুমতি দেওয়া হয়েছে। টুর্নামেন্টের বাকি অংশ পুরোটাই খেলে আসবেন তিনি।
সারে জাগুয়ার্সের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন লিটন। মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলছেন সাকিব। টুর্নামেন্টের শুরু থেকেই খেলছেন সাকিব ও লিটন।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে সারে। লিগ পর্বে আর ২টি ম্যাচ রয়েছে সারের। এই দু’টি ম্যাচে খেলার সুযোগ থাকছে আফিফের সামনে। পরের রাউন্ডে উঠলে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ তৈরি হবে আফিফের। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে সারে।
এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ও আবুধাবি টি-টেন লিগে খেলেছেন আফিফ। গত বছর এলপিএলে জাফনা কিংসের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি।
এবারের আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ব্যাট হাতে ১০২ রান ও বল হাতে ৫ উইকেট নিয়েছেন সাকিব। চার ম্যাচে ৫৫ রান করেছেন লিটন।