আল-আকসা মসজিদে তাণ্ডবের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৃথক হামলায় তিন ইহুদিবাদী নিহত হয়েছে।
ইসরায়েলের রাজধানী তেল আবিবের দু’টি স্থানে গুলিবর্ষণ ও গাড়িচাপা দেওয়ার পৃথক ঘটনায় অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
এছাড়া, একই দিন সকালে অধিকৃত পশ্চিম তীরে গুলিবর্ষণের ঘটনায় দুই ইহুদি বসতি স্থাপনকারী নিহত ও একজন আহত হয়েছে।
তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিনোদন এলাকায় শুক্রবার প্রথমে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুই ব্যক্তি আহত হয়। ইসরায়েল সরকারের জরুরি বিভাগ ‘মেগান ডেভিড অ্যাডম’ বা এমডিএ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীকে ‘নিরস্ত্র’ করা হয়েছে।
গুলিবর্ষণের ঘটনার কিছুক্ষণ পর শহরের আরেক স্থানে এক ব্যক্তি গাড়িচাপা দিয়ে অন্তত একজনকে হত্যা করে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়।
এমডিএ এক বিবৃতিতে জানিয়েছে, গাড়িচাপা দেওয়ার ঘটনায় ৩০ বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়েছে এবং আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘হতাহতদের সবাই পর্যটক’ বলে উল্লেখ করলেও তাদের জাতীয়তা জানায়নি এমডিএ। ইসরায়েল পুলিশের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, গাড়িচাপা দেওয়ার ঘটনায়ও হামলাকারীকে ‘নিরস্ত্র’ করা হয়েছে।
দ্বিতীয় হামলার পর ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুলিশ ও সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
এর আগে শুক্রবার সকালে অধিকৃত পশ্চিম তীরে এক গুলিবর্ষণের ঘটনায় দু’জন ইহুদি বসতি স্থাপনকারী নিহত ও অপর একজন আহত হয়।
মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের বর্বরোচিত হামলার ঘটনায় যখন দু’পক্ষের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে, তখন পশ্চিম তীর ও তেল আবিবে তিনটি পৃথক হামলার ঘটনা ঘটল।
সূত্র:আল জাজিরা