রাজধানীর বঙ্গবাজারে আগুনে পুড়ে ছাই হওয়া মার্কেটের ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিস অধিদফতরের গেটে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি।
ফায়ার ডিজি বলেন, ২০১৯ সালের ১০ এপ্রিল মার্কেটের ভবনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছি। এমনকি ১০ বার নোটিশ দিয়েছি। করণীয় যা ছিল করেছি।
এ সময় ফায়ার সার্ভিসের সদর দফতরে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা তো আপনাদের জন্যই জীবন দিচ্ছি, এরপরও কেন আমাদের ওপর আঘাত এলো। কারা ফায়ার সার্ভিসের ওপর আঘাত করল তা আমার বোধগম্য নয়।
ফায়ার ডিজি বলেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের আটজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা ক্রিটিকাল।
বিস্তারিত আসছে…