ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গনপিটুনিতে যুবক নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে আসাদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেনদী মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদ একই এলাকার জজ মিয়ার ছেলে।

আহতরা হলেন- রাকিব, আজিজুল ও আরিফুল। তাদের বাড়ি আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকায়। তারা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, সোনারগাঁ মেলা থেকে বাড়ি ফেরার পথে সেনদী মাধবদী কবরস্থানের সামনে এলে ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুলের গতিরোধ করে একদল ছিনতাইকারী। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিতে চান ছিনতাইকারীরা। এসব দিতে না চাইলে তাদের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা।

টের পেয়ে আশপাশের গ্রামের কয়েকশ মানুষ লাঠিসোটা, দা বটি নিয়ে বের হয়ে ধাওয়া করে। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় আসাদ নামের এক যুবককে ধরে পিটুনি দেয় গ্রামবাসী। ঘটনাস্থলেই তিনি মারা যান।

হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন   বলেন, ঘটনার সময় আশপাশে কয়েকশ লোক জড়ো হয়ে গণপিটুনি দিলে আসাদ ঘটনাস্থলেই মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার  বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই গণপিটুনিতে একজন নিহত হন। পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন তিনি ছিনতাইকারী। তার বিরুদ্ধে মামলা আছে কি-না খোঁজ নেওয়া হচ্ছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে ছিনতাইকারী সন্দেহে গনপিটুনিতে যুবক নিহত

আপডেট সময় ১০:২২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে আসাদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেনদী মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদ একই এলাকার জজ মিয়ার ছেলে।

আহতরা হলেন- রাকিব, আজিজুল ও আরিফুল। তাদের বাড়ি আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের গুরুবদী এলাকায়। তারা সবাই ক্ষুদ্র ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, সোনারগাঁ মেলা থেকে বাড়ি ফেরার পথে সেনদী মাধবদী কবরস্থানের সামনে এলে ব্যবসায়ী রাকিব, আজিজুল ও আরিফুলের গতিরোধ করে একদল ছিনতাইকারী। এ সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিতে চান ছিনতাইকারীরা। এসব দিতে না চাইলে তাদের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা।

টের পেয়ে আশপাশের গ্রামের কয়েকশ মানুষ লাঠিসোটা, দা বটি নিয়ে বের হয়ে ধাওয়া করে। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় আসাদ নামের এক যুবককে ধরে পিটুনি দেয় গ্রামবাসী। ঘটনাস্থলেই তিনি মারা যান।

হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন   বলেন, ঘটনার সময় আশপাশে কয়েকশ লোক জড়ো হয়ে গণপিটুনি দিলে আসাদ ঘটনাস্থলেই মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার  বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই গণপিটুনিতে একজন নিহত হন। পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন তিনি ছিনতাইকারী। তার বিরুদ্ধে মামলা আছে কি-না খোঁজ নেওয়া হচ্ছে।