দক্ষিণ কোরিয়ান রাজধানী সিউলে হ্যালোইন উৎসবে মানুষের ভিড়ে পদদলিত হয়ে নিহত ব্যক্তিদের মধ্যে দক্ষিণ কোরিয়ান তরুণ অভিনেতা ও গায়ক লি জি-হানও রয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিলবোর্ড। লির বয়স হয়েছিল ২৪ বছর।
গত শনিবার উৎসবের রাতে ইটাওন এলাকার একটি সরু গলিতে প্রায় ১০ হাজার মানুষ একসঙ্গে ঢুকতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত দেড় শতাধিক মানুষের মৃত্যুর খবর এসেছে গণমাধ্যমে। লির এজেন্সি ‘৯৩৫ এন্টারটেইনমেন্ট’ এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে কোরীয় পত্রিকা জংঅ্যাং ডেইলি।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা তার শোকসন্তপ্ত পরিবার, লির শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানাই। লি সব সময় হাসিমুখে থাকতেন, মানুষের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দিতেন। তিনি একজন আলোকিত মানুষ ছিলেন। তিনি আর আমাদের মধ্যে নেই—এটা বিশ্বাস করা যায় না।’
কোরিয়ার জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘প্রডিউস ১০১’-এ অংশ নিয়ে আলোচনায় আসার পর একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে সংগীতজীবনে পা রাখেন লি। পরবর্তী সময়ে কোরিয়ার জনপ্রিয় ড্রামা সিরিজ ‘টুডে ওয়াজ অ্যানাদার নাম হুইন ডে’-তে অভিনয় করে খ্যাতি পান। ১৯৯৮ সালের ৩ আগস্ট জন্মগ্রহণ করেন লি।
লিসহ দেড় শতাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে কোরীয় সরকার। সাইসহ বেশ কয়েকজন গায়ক ও ব্যান্ডদল তাদের শো বাতিল করেছে।