নিজস্ব প্রতিবেদক:বিএসটিআইদ সিএম লাইসেন্স ছাড়া স্কিন ক্রিম বিক্রি এবং বাজারজাত করছে মিরপুর-১ এর মিরপুর শপিং সেন্টারের হ্যাপিনেস শপ, সাজিদ কসমেটিকস ও শাইন অ্যান্ড গ্লো।
এ কারণে বিএসটিআইয়ের ভ্রাম্যমান আদালত তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর ছিলেন বিএসটিআই’র কর্মকর্তা মো. ইবাদত হোসেন মানিক (ফিল্ড অফিসার) এবং আহমেদ হোসেন (পরিদর্শক)।
অভিযানে রাজধানীর মিরপুর থানার মিরপুর শপিং সেন্টারের হ্যাপিনেস শপ (দোকান-১৪৬-১৪৮), সাজিদ কসমেটিকস,( দোকান ১৪৯) ও শাইন অ্যান্ড গ্লো (দোকান: ১৩১) ২৫ হাজার করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে বিএসটিআই জানায়।