নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সূর্বণচর, হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফণী। এর মধ্যে উপকূলীয় অঞ্চল গুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট কয়েক মিনিটির টর্নেডোর আঘাতে বসত ঘরের চাপা পড়ে ইসমাইল হোসেন নামের দু’বছরের এক শিশু নিহত হয়েছে কোম্পানীগঞ্জ আমকুড়াতে গিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়। এছাড়াও বিভিন্ন স্থানে অন্তত ২৫জন আহত ও শতাধিক বাড়ীঘর বিধ্বস্ত হয়েছে।
শুক্রবার গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে আঘাত হানে ফণী। নিহত ইসমাইল সুবর্নচরের চর আমানউল্যা ইউপির আব্দুর রহমানের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে অনেককে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘর্লঝর ফণীর প্রভাবে নোয়াখালীতে ভন্ড হয়ে গেছে ঘরবাড়ী
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে জেলায় বৃষ্টি ও বাতাস শুরু হয়। গভীররাতে হঠাৎ জেলার সুবর্নচর ও সদর উপজেলার কয়েকটি স্থানে আঘাত করে টর্নেডো। কয়েক মিনিটের টর্নেডোতে বিধ্বস্ত হয় দু’টি উপজেলার শতাধিক কাঁচা বাড়ী ঘর। এসময় চর আমানউল্যা এলাকায় একটি ঘর ভেঙে পড়লে মায়ে কোলে থাকা অবস্থায় চাপা পড়ে শিশু ইসমাইল নিহত হয়। এছাড়াও বিভিন্ন স্থানে অন্তত ২৫জন আহত হয়েছে।
একজন নিহত হওয়ার বিষয়টি স্থানীয় চর আমানউল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন নিশ্চিত করেছেন