ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাভার প্রতিনিধি:  ঢাকার ধামরাইয়ে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শ্রীমন্ত চন্দ্র মনি দাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় একটি অটোরিকশা আটক করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের কাওয়ালীপাড়া এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীমন্ত মনি দাস ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের রামরাবন এলাকার মৃত লক্ষ্মীন্দর চন্দ্র দাসের ছেলে।

আহতরা হলেন- ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৫০), একই ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে রহিম বাদশা (৩০), বালিয়া ইউনিয়নের রাধানগর এলাকার রহিম উদ্দিনের ছেলে নছর উদ্দিন (৫০)।

পুলিশ জানায়, সকালে সাটুরিয়ার দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে অপরদিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়া আরও তিনযাত্রী আহত হন। এ সময় একটি অটোরিকশা আটক করা গেলেও আরেকটি পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ধামরাই থানা পুলিশের কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু সাইদ বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও একটি অটোরিকশা আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস
সর্বাধিক পঠিত

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় ০৪:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০

সাভার প্রতিনিধি:  ঢাকার ধামরাইয়ে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শ্রীমন্ত চন্দ্র মনি দাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় একটি অটোরিকশা আটক করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের কাওয়ালীপাড়া এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীমন্ত মনি দাস ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের রামরাবন এলাকার মৃত লক্ষ্মীন্দর চন্দ্র দাসের ছেলে।

আহতরা হলেন- ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৫০), একই ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে রহিম বাদশা (৩০), বালিয়া ইউনিয়নের রাধানগর এলাকার রহিম উদ্দিনের ছেলে নছর উদ্দিন (৫০)।

পুলিশ জানায়, সকালে সাটুরিয়ার দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে অপরদিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়া আরও তিনযাত্রী আহত হন। এ সময় একটি অটোরিকশা আটক করা গেলেও আরেকটি পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ধামরাই থানা পুলিশের কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু সাইদ বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও একটি অটোরিকশা আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।