স্টাফ রিপোর্টার: সাভারে মেহেদী হাসান (৬) নামে এক শিশুকে অপহরণের পর হত্যা করে স্কুল ব্যাগে ভরে জঙ্গলে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জসিম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে বিরুলিয়ার কাকাবর এলাকার একটি জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেহেদী হাসান একই এলাকার গোলাম কবিরের ছেলে। গ্রেফতার জসিম কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি মেহেদী হাসানের বাড়ির পাশেই ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে বাবা-মা মেহেদীকে বাসায় রেখে কাজে চলে যান। পরে মেহেদী একটি স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়।
পরে তাকে আর খুঁজে পাওয়া না গেলে বাবা-মাকে খবর দেন স্থানীয়রা। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় তার বাবা থানায় জিডি করেন। মঙ্গলবার রাত ১১টার দিকে ওই এলাকার একটি জঙ্গল থেকে স্কুল ব্যাগে ভরা মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।
সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর অপুর্ব দত্ত বলেন, মঙ্গলবার সন্ধ্যায় অপহরণের কথা বলে নিহতের বাবার ফোনে জসিম ফোন দিয়ে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।
ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ তদন্ত করে জসিমকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।