ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ইসির প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দিতে এনসিপির আবেদন Logo চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস Logo যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের Logo ভারতের জনপ্রিয় অভিনেতা কোটা শ্রীনিবাস মারা গেছেন Logo নিরাপত্তার স্বার্থে বেরোবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা Logo আবু সাঈদ হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো: ১২ আসামি ট্রাইব্যুনালে Logo ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে নিঃশর্ত সমর্থন দেবে উ. কোরিয়া Logo মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে এক বিধবার বসতঘরের রাস্তা বন্ধের অভিযোগ Logo মান্দায় অটো চার্জারের ধাক্কায় এক ব্যক্তি নিহত

হবিগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে জিপের সংঘর্ষে নিহত ২

বাস ও জিপ গাড়ির সংঘর্ষে দুজন নিহত

হবিগঞ্জ  প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পাহাড়ি এলাকায় বাস ও জিপ গাড়ির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

রোববার (০৪ অক্টোবর) দুপুরে উপজেলার রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার লছনা সাতগাঁও এলাকার সনয় কর্মকারের ছেলে জিপ গাড়ির চালক সঞ্জিত কর্মকার (৩৮) ও রশিদপুর বাগান এলাকার চা-শ্রমিক অনিলের স্ত্রী অঞ্জলি (৭০)।

স্থানীয় সূত্র জানায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শ্রীমঙ্গলগামী লেবু, পেঁপেবোঝাই একটি জিপ গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিপ গাড়ির চালক নিহত হন। একই সঙ্গে নয়জন আহত হন।

 

এ সময় আহত অবস্থায় নয়জনকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চা-শ্রমিক অঞ্জলিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি আটজন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে তারা।

বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-জিপের সংঘর্ষে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন।

 

 

ট্যাগস

ইসির প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দিতে এনসিপির আবেদন

হবিগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে জিপের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৬:০২:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০

হবিগঞ্জ  প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার পাহাড়ি এলাকায় বাস ও জিপ গাড়ির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

রোববার (০৪ অক্টোবর) দুপুরে উপজেলার রশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নিহতরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার লছনা সাতগাঁও এলাকার সনয় কর্মকারের ছেলে জিপ গাড়ির চালক সঞ্জিত কর্মকার (৩৮) ও রশিদপুর বাগান এলাকার চা-শ্রমিক অনিলের স্ত্রী অঞ্জলি (৭০)।

স্থানীয় সূত্র জানায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শ্রীমঙ্গলগামী লেবু, পেঁপেবোঝাই একটি জিপ গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিপ গাড়ির চালক নিহত হন। একই সঙ্গে নয়জন আহত হন।

 

এ সময় আহত অবস্থায় নয়জনকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চা-শ্রমিক অঞ্জলিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি আটজন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে তারা।

বাহুবলের কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-জিপের সংঘর্ষে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন।