গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার কামারজানিতে ত্রাণ দিতে গিয়ে নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয়েছেন বোরহান উদ্দিন নিশাদ (১৯) নামে এক শিক্ষার্থী।
শুক্রবার ( ২১ আগস্ট) দুপুর দেড়টার দিকে কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ বোরহান উদ্দিন নিশাদ কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মতিউল আলমের ছেলে।
তিনি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।স্থানীয়রা জানান, গোঘাট গ্রামে ভাঙনকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেয় নিশাদ। এ সময় নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হন তিনি।
কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরাসহ ডুবুরিরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বিকেল ৫টা পর্যন্তও নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি।