স্টাফ রিপোর্টারঃ আগামী ২৫ জুলাইয়ের মধ্যে বকেয়া বেতন-বোনাস নাহলে ধর্মঘটের ডাক দিয়েছেন নৌ-শ্রমিকরা। এসময়ের মধ্যে সমস্যার সমাধান নাহলে আগামী ২৭ জুলাই সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
মঙ্গলবার (২১ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অংশ নেয় জাহাজি-
শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন, নৌ-যান শ্রমিক লীগ, নৌ-যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, বলগেট শ্রমিক ইউনিয়নপর নেতাকর্মীরা।
এতে জানানো হয়, করোনা ভাইরাসের মধ্যেও নৌ-শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ চালিয়ে যাচ্ছেন। অথচ মালিক ও সরকারের পক্ষ থেকে কোনো ঝুঁকিভাতা, আর্থিক প্রণোদনা দেওয়া হয়নি।
এতে লাখ লাখ শ্রমিকদের জীবনে চরম দুর্দিন নেমে আসে। এর মধ্যে বকেয়া বেতন, নিয়মিত বেতন ও উৎসব বোনাসের কথা-
এখন পর্যন্ত শোনা যাচ্ছে না। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে বকেয়া বেতন-বোনাস না হলে ২৭ জুলাই সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করা হবে।
সৈয়দ সাহাদাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের-
সভাপতি ফজলুল হক মন্টু, নৌ-শ্রমিক নেতা এনায়েত হোসেন, সবুজ সিকদার, কবির হোসেন, আনিস মাস্টার, বশির শেখ প্রমুখ।