স্টাফ রিপোর্টারঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭ কর্মীকে কর্মচ্যুত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ জন পরিচ্ছন্নতাকর্মী ও দুই জন মালির কাজ করতেন।
রবিবার (১৯ জুলাই) ডিএসসিসির এক অফিস আদেশে এই সাতজনকে কর্মচ্যুত করা হয়। তাদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় করপোরেশন এই সিদ্ধান্ত নেয়।
কর্মচ্যুত সাতজন হলেন পরিচ্ছন্নতাকর্মী উমা রানী, আব্দুল হক, হারেজ আলী, আজমেরী বেগম, মুর্তজা বেগম এবং মালি সিরাজ বেপারী ও সাইদুর রহমান।
অফিস আদেশে বলা হয়েছে, তারা (সাতজন) করপোরেশনে মাস্টার রোলে (কাজ করলে মজুরি, না করলে নেই) কাজ করতেন। তাঁদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাদের কর্মচ্যুত করা হয়েছে।