স্টাফ রিপোর্টারঃ রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমানে যেভাবে ট্রেন চলেছে, সেভাবেই চলবে। ইদুল আজহায় ট্রেন বাড়ছে না।
শনিবার (১৮ জুলাই) ট্রেনযোগে বিমানবন্দর, জয়দেবপুর, টঙ্গী ও নরসিংদী রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, টিকিট ছাড়া যাত্রীরা যাতে স্টেশনে প্রবেশ করতে না পারে, সেটি নিয়ন্ত্রণের জন্য (এক্সেস কন্ট্রোল) দেশের বড় স্টেশনগুলোতে বেড়া নির্মাণ প্রকল্পের কাজ চলছে।
নূরুল ইসলাম বলেন, ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত চতুর্থ লাইন ও টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। ডাবল লাইনের কাজ শেষ হলে ঢাকার মধ্যে অধিক সংখ্যক ট্রেন চালানো যাবে।
এ সময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।