ঝিনাইদহ প্রতিনিধিঃ রহস্যময়ভাবে গলায় ফাঁদ দিয়ে ঝিনাইদহের শৈলকুপায় প্রান্ত সাহা (২২) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বুধবার (৮ জুলাই) সকালে পৌর এলাকার কবিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী কবিরপুর গ্রামের নিধির সাহার ছেলে। সে ঝিনাইদহ নভেল পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রান্ত কাউকে কিছু না জানিয়ে রহস্যময়ভাবে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দেয়।
পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় পরীক্ষা-নিরীক্ষার পর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীর মা জানান, পারিবারিক ভাবে তার ছেলের সঙ্গে কোনো রাগারাগি হয়নি। তবে প্রান্ত গত কয়েকদিন থেকে দীর্ঘ সময় ফোনে কথা বলতো।
যার ফলে ধারণা করা হচ্ছে হয়তো কোনো মেয়ের সঙ্গে অভিমান করে প্রান্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।