গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পারসুন্দাইল গ্রামে করতোয়া নদী থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে করতোয়া নদীর পাশ দিয়ে লোকজন চলাচল করার সময় নদীতে এক যুবকের ভাসমান লাশ দেখতে পায়।
পরে স্থানীয়রা গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে ওইভাসমান লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশটি নদীতে ফেলে দেয়া হয়েছে।