স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনঃ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৭৩৮ জন। এছাড়া একই সময়ে আরও ৩,৮০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৩৭,০৮৭ জন। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৮,০৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়।
গতকাল শনিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৫,১৫৭টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৩,৫০৪ জন।
মোট শনাক্ত হয়েছিলেন ১,৩৩,৯৭৮ জন। আর গতকাল আরও ৩৪ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৬৯৫ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ১,১৮৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৪,৩১৮ জন।
প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।