ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় যুবককে প্রকাশ্য ছুরিকাঘাত গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি Logo সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জামিনে মুক্ত পেয়ে ফিরলেন বাড়িতে Logo দুর্গাপূজার গেট ভাঙার সময় হিন্দু যুবক আটক Logo গণতন্ত্রের ধারা চলমান রাখতে সুষ্ঠ নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান Logo ৭দিনে ৭ হাজার নেতাকর্মী গ্রেপ্তারের অভিযোগ – আ.লীগের Logo মিয়ানমার থেকে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলি, নিহত ১ আহত ৩ Logo রাজনীতিতে জড়ানোর বিষয়টি জানালেন: সাকিব আল হাসান Logo ইউনিয়ন পরিষদ পরিচালনায় দুই ধরনের প্রস্ততি নিয়েছে সরকার Logo বিনিয়োগ বাড়ানোর জন্য স্পেনের প্রতি আহ্বান জানিয়েছেন: ড. মুহাম্মদ ইউনূস Logo টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন

টিউশনি-খণ্ডকালীন চাকরি বন্ধ থাকায় বিপাকে শিক্ষার্থীরা

প্রতীকী ছবি

শিক্ষা ডেস্কঃ  স্নাতক সম্পন্ন হওয়ার পর হল ছেড়ে দিয়ে রাজধানীর ফার্মগেটের একটি মেসে থাকেন মিসবাহ আহমেদ (ছদ্মনাম)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর টিউশনি করেই চলত নিজের পড়াশোনা, বাসা ভাড়া ও খাবার খরচ।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে দেশে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এর বিরূপ প্রভাব পড়েছে সংগ্রামী এই শিক্ষার্থীর ওপরেও। বর্তমানে তার দুটি টিউশনিই বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বেশ।

কথা হলে তিনি জানান, কিছুদিন আগে বাবা মারা যাওয়ার ফলে সংসারের একটা বড় দায়িত্ব এখন তার কাঁধেই। লকডাউনে তার টিউশনি বন্ধ হয়ে গেলে বাধ্য হয়ে গ্রামের বাড়ি কুমিল্লা চলে যান।

মাস পার হতে না হতেই মেস মালিক ভাড়ার টাকার জন্য ফোন দেওয়া শুরু করেন। কোনো রকম বুঝিয়ে এক মাসের ভাড়া-

বাকি রাখলেও পরের মাসের শুরুতে বাড়িওয়ালার তাগাদাতে বাধ্য হয়ে ধার-দেনা করে দুই মাসের মেস ভাড়া পাঠাতে বাধ্য হন।

মিসবাহ আহমেদ বলেন, খুব অসহায় লাগছে, জানি না যেসব বাসায় পড়াতাম সেসব বাসায় আর যেতে পারব কি-না। নিজেদের সচেতনতার জন্যই এখন অনেক পরিবার বাসায় টিউটর নিতে চাইছে না।

এদিকে বাড়িতে থেকেও তেমন কোন কাজ না থাকায় পুনরায় ঢাকায় ফিরেছি কিছু একটা কাজের খোঁজে। আমাদের মতো টিউশনি করে-

লেখাপড়ার খরচ চালানো শিক্ষার্থীর সংখ্যা রাজধানীতে অনেক। আমরা এখন কী করব কোনোভাবেই সেই হিসাব মেলাতে পারছি না।

এমন সংকট শুধু দুই এক জনের না। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসা অপর শিক্ষার্থীরা জানান,-

বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই টিউশনি, খণ্ডকালীন চাকরি, প্রকাশনা সংস্থায় প্রুফ রিডিংসহ বিভিন্ন কাজ করে পড়াশোনার খরচ চালান।

কিন্তু করোনার ছুটিতে তাদের এসব খণ্ডকালীন কাজেরও ছুটি হয়েছে। চলতি মাসের বেতনও দেয়নি অনেকে। ফলে বাড়ি ভাড়া দিতে হিমশিম খাচ্ছেন অনেক শিক্ষার্থী। যারা ঢাকায় আছেন তাদের অনেকের খাবার টাকাও শেষ।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষার্থীকে বিভিন্ন এলাকায় মেস বা বাসা ভাড়া নিয়ে থাকতে হয়।

তাছাড়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি বড় অংশই নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও রয়েছেন-

নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা। তাদের অনেকেই টিউশনি, অথবা খণ্ডকালীন চাকরি করে তাদের পড়াশোনা ও থাকা-খাওয়ার খরচ চালান।

এ অবস্থায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, এ সময় বিশ্ববিদ্যালয়গুলো যদি নিজেদের প্রতিষ্ঠানের টিউশনি করে চলা শিক্ষার্থীদের তালিকা করে সহযোগিতা করেন, তাহলে তারা কিছুটা উপকৃত হবে।

করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়গুলো।

এরপর অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে চলে গেলেও, যাদের টিউশনি বা খণ্ডকালীন চাকরি আছে, তারা রয়ে যান। কিন্তু এর মধ্যে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা হয়।

বন্ধ হয়ে যায় সব ধরনের পরিবহনও। পরে সাধারণ ছুটি কিছুটা শিথিল করলেও বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ফলে এই শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। এখন উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় থাকা খাওয়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা।

তবে যেসব শিক্ষার্থীরা ঢাকায় বর্তমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন সমস্যায় আছেন, তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ পরিচালকদের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছে একাধিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ট্যাগস

নওগাঁয় যুবককে প্রকাশ্য ছুরিকাঘাত গুরুত্বর অবস্থায় হাসপাতালে ভর্তি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

টিউশনি-খণ্ডকালীন চাকরি বন্ধ থাকায় বিপাকে শিক্ষার্থীরা

আপডেট সময় ০২:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০

শিক্ষা ডেস্কঃ  স্নাতক সম্পন্ন হওয়ার পর হল ছেড়ে দিয়ে রাজধানীর ফার্মগেটের একটি মেসে থাকেন মিসবাহ আহমেদ (ছদ্মনাম)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর টিউশনি করেই চলত নিজের পড়াশোনা, বাসা ভাড়া ও খাবার খরচ।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে দেশে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এর বিরূপ প্রভাব পড়েছে সংগ্রামী এই শিক্ষার্থীর ওপরেও। বর্তমানে তার দুটি টিউশনিই বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বেশ।

কথা হলে তিনি জানান, কিছুদিন আগে বাবা মারা যাওয়ার ফলে সংসারের একটা বড় দায়িত্ব এখন তার কাঁধেই। লকডাউনে তার টিউশনি বন্ধ হয়ে গেলে বাধ্য হয়ে গ্রামের বাড়ি কুমিল্লা চলে যান।

মাস পার হতে না হতেই মেস মালিক ভাড়ার টাকার জন্য ফোন দেওয়া শুরু করেন। কোনো রকম বুঝিয়ে এক মাসের ভাড়া-

বাকি রাখলেও পরের মাসের শুরুতে বাড়িওয়ালার তাগাদাতে বাধ্য হয়ে ধার-দেনা করে দুই মাসের মেস ভাড়া পাঠাতে বাধ্য হন।

মিসবাহ আহমেদ বলেন, খুব অসহায় লাগছে, জানি না যেসব বাসায় পড়াতাম সেসব বাসায় আর যেতে পারব কি-না। নিজেদের সচেতনতার জন্যই এখন অনেক পরিবার বাসায় টিউটর নিতে চাইছে না।

এদিকে বাড়িতে থেকেও তেমন কোন কাজ না থাকায় পুনরায় ঢাকায় ফিরেছি কিছু একটা কাজের খোঁজে। আমাদের মতো টিউশনি করে-

লেখাপড়ার খরচ চালানো শিক্ষার্থীর সংখ্যা রাজধানীতে অনেক। আমরা এখন কী করব কোনোভাবেই সেই হিসাব মেলাতে পারছি না।

এমন সংকট শুধু দুই এক জনের না। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসা অপর শিক্ষার্থীরা জানান,-

বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই টিউশনি, খণ্ডকালীন চাকরি, প্রকাশনা সংস্থায় প্রুফ রিডিংসহ বিভিন্ন কাজ করে পড়াশোনার খরচ চালান।

কিন্তু করোনার ছুটিতে তাদের এসব খণ্ডকালীন কাজেরও ছুটি হয়েছে। চলতি মাসের বেতনও দেয়নি অনেকে। ফলে বাড়ি ভাড়া দিতে হিমশিম খাচ্ছেন অনেক শিক্ষার্থী। যারা ঢাকায় আছেন তাদের অনেকের খাবার টাকাও শেষ।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষার্থীকে বিভিন্ন এলাকায় মেস বা বাসা ভাড়া নিয়ে থাকতে হয়।

তাছাড়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি বড় অংশই নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। বেসরকারি বিশ্ববিদ্যালয়েও রয়েছেন-

নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা। তাদের অনেকেই টিউশনি, অথবা খণ্ডকালীন চাকরি করে তাদের পড়াশোনা ও থাকা-খাওয়ার খরচ চালান।

এ অবস্থায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, এ সময় বিশ্ববিদ্যালয়গুলো যদি নিজেদের প্রতিষ্ঠানের টিউশনি করে চলা শিক্ষার্থীদের তালিকা করে সহযোগিতা করেন, তাহলে তারা কিছুটা উপকৃত হবে।

করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়গুলো।

এরপর অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে চলে গেলেও, যাদের টিউশনি বা খণ্ডকালীন চাকরি আছে, তারা রয়ে যান। কিন্তু এর মধ্যে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা হয়।

বন্ধ হয়ে যায় সব ধরনের পরিবহনও। পরে সাধারণ ছুটি কিছুটা শিথিল করলেও বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ফলে এই শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। এখন উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় থাকা খাওয়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা।

তবে যেসব শিক্ষার্থীরা ঢাকায় বর্তমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন সমস্যায় আছেন, তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ পরিচালকদের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছে একাধিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।