ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ :

বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত

প্রতীকী ছবি

বান্দরবান প্রতিনিধিঃ  বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে চাইশৈহ্লা মারমা (৩৬) নামে জেলা সদরের ২ নম্বর কুহালং ইউনিয়নের এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) রাতে ওই ইউনিয়নের বাকিছড়া এলাকার মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। চাইশৈহ্লা মারমা বান্দরবানের ২ নম্বর কুহালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউপি সদস্য চাইশৈহ্লা মারমাকে সোমবার রাতে কয়েকজন সন্ত্রাসী তার বাড়ির আঙিনায় এসে গুলি করে পালিয়ে যায়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরপরই ওই এলাকা পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি দল।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস
সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কে অবশ্যই কঠোর জবাব দেওয়া হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

আলিশান চাল, নওগাঁ

বিজ্ঞাপন দিন

বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত

আপডেট সময় ১১:৫৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০

বান্দরবান প্রতিনিধিঃ  বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে চাইশৈহ্লা মারমা (৩৬) নামে জেলা সদরের ২ নম্বর কুহালং ইউনিয়নের এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) রাতে ওই ইউনিয়নের বাকিছড়া এলাকার মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে। চাইশৈহ্লা মারমা বান্দরবানের ২ নম্বর কুহালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউপি সদস্য চাইশৈহ্লা মারমাকে সোমবার রাতে কয়েকজন সন্ত্রাসী তার বাড়ির আঙিনায় এসে গুলি করে পালিয়ে যায়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরপরই ওই এলাকা পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি দল।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।