স্টাফ রিপোর্টারঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে এ পর্যন্ত সারা দেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
৬৪ জেলার জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার (৮ জুন) পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ এক হাজার ৪১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৬৭ হাজার ৭৯৫ মেট্রিক টন।
এতে উপকারভোগী পরিবার সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৫৩২টি এবং উপকারভোগী লোকসংখ্যা ৬ কোটি ৫২ লাখ ৯৩ হাজার ৭২০ জন।
মঙ্গলবার (৯ জুন) সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ১১৬ কোটিরও বেশি টাকা।
এরমধ্যে সাধারণ ত্রাণ বাবদ নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৯১ কোটি ১৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৭৮ কোটি ১ লাখ ৫২ হাজার ৬৬১ টাকা।
এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৯৪ লাখ ৪৪ হাজার ৬৮৯ টি এবং উপকারভোগী লোকসংখ্যা চার কোটি ২১ লাখ ৩৫ হাজার ৮৪০ জন।
শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ২৫ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২০ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৮৫৪ টাকা।
এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ছয় লাখ ৬৭ হাজার ৮১৩ টি এবং লোকসংখ্যা ১৩ লাখ ৭৯ হাজার ৩৭৪ জন।