নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৩) ১০ সদস্যের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮ জনে।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নীলফামারী সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ। জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, নতুন করে করোনা শনাক্ত ১০ জনই জেলা শহরের সবুজপাড়ায় অবস্থিত র্যাব-১৩ সিপিসি-২ ক্যাম্পের সদস্য।
এর আগে এই ক্যাম্পের ৯ জন করোনা পজিটিভ হয়ে জেলা সদর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে (করোনা ইউনিট) চিকিৎসাধীন। এ নিয়ে নীলফামারী র্যাব ক্যাম্পের ১৯ জন করোনা পজিটিভ হলো।
নীলফামারী র্যাবের নতুন করে ৬৩টি নমুনা সংগ্রহ করে ঢাকার কোভিড-১৯ ডিজিএইচএস পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার বিকেলে ১০ জনের পজিটিভ ফলাফল পাওয়া গেছে।
জেলাটিতে ১০৮ জন করোনা পজিটিভের মধ্যে নীলফামারী সদরে ৪৭, ডোমারে ১১, ডিমলায় ১৫, জলঢাকায় ৯, কিশোরগঞ্জে ৮ ও সৈয়দপুর উপজেলায় ১৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ জন ও মৃত্যুবরণ করেছেন এক নারীসহ ২ জন।