স্টাফ রিপোর্টারঃ দেশে করোনা পরিস্থিতির কারণে এবার শুধুমাত্র মসজিদে হবে ইদের জামাত। মসজিদে ইদুল ফিতরের নামাজ আদায়ে কিছু শর্ত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
এসব শর্তে বলা হয়েছে :
নামাজের সময় মসজিদে গালিচা বিছানো যাবে না; নামাজের আগে পুরো মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে; জায়নামাজ নিয়ে আসতে হবে মুসল্লিদের; সবাইকে মাস্ক পরতে হবে; মসজিদে প্রবেশের আগে সাবান দিয়ে হাত ধুতে হবে; মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না; নামাজের কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ইদুল ফিতর কবে উদ্যাপন হবে, তা আজ জানা যাবে। শনিবার (২৩ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ইদ হবে আগামীকাল রবিবার। আর চাঁদ দেখা না গেলে ইদ হবে সোমবার।