স্টাফ রিপোর্টার নওগাঁ: মহাদেবপুরে জনপ্রিয় তরুণ যুবলীগ নেতা মাসুদুর রহমানের জামিনের খবরে স্থানীয় নেতা কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে । তাকে তাকে একনজর দেখার জন্য ব্যাপক বীর করেন জেল গেটে । পরে তাকে ফুলেল ভাল বাসায় সিক্ত করে মোটর সাইকেল শোভা যাত্রা করে মহাদেবপুর নিয়ে যান ।
বুধবার তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল আদালতে মোবাইলফোনে শুনানীর মাধ্যমে নওগাঁ জেলা ও দায়রা জজ তার জামিন মঞ্জুর করেন।
বৃহস্পতিবার সন্ধা ৬ টায় তিনি নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পেলে এলকায় অসংখ্য নেতাকর্মী তাকে ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানান। সেখান থেকে তাকে কার ও মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে তার গ্রামের বাড়ী মহাদেবপুর উপজেলার হরিশ্চন্দ্রপুর নিয়ে আসেন।
গ্রামের আবালবৃদ্ধবনিতা তাকে একনজর দেখার জন্য ভীড় করেন । তিনি তার বাড়ী থেকে স্থানীয় মাদ্রাসা পর্যন্ত হেটে হেটে সকলের সাথে কুশল বিনিময় করেন। বৃষ্টি ও কাদা পানিকে উপেক্ষা করে স্থানীয় জনতা তাকে অভিনন্দন জানান।
সেখানে তিনি জনতার উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বলেন, তিনি সরকারকে ২০ লাখ টাকা রাজস্ব বেশী দিতে চেয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষের গভীর ষড়যন্ত্রে তিনি মিথ্যা মামলায় আটক হয়েছেন। তারা সরকারকে ফাঁকি দিয়ে বিভিন্নভাবে লুটে নিচ্ছে। তিনি এর বৈধ প্রতিবাদ চালিয়ে যাবেন বলেও জানান।
গত ১৪ এপ্রিল বিকেলে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে তার ব্যক্তিগত অফিস থেকে তাকে আটক করা হয়। তার গ্রেফতার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে।
যুবলীগ নেতা মাসুদ স্বচ্ছ রাজনীতি ও প্রতিবাদী চেতনার জন্য স্থানীয় তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় ।