ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৫ বছরের ছেলেকে হত্যা করেছে বাবা

৫ বছরের ছেলেকে হত্যা করেছেন তার্কিশ ফুটবলার শেভার তোক্তাস

 

ক্রীড়া ডেস্কঃ  মাত্র ৫ বছর বয়সী ছেলেকে হত্যা করেছেন তার্কিশ ফুটবলার শেভার তোক্তাস। বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন।এর আগে গত ২৩ এপ্রিল বুরাস ইলদিরিম স্পোর ফুটবলার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তার ছেলেকে হাসপাতালে নিয়ে যান।

পরে তোক্তাস মেডিকেল স্টাফদের বলেন, তার ছেলের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবে আইসিইউতে নিয়ে যাওয়া হলেও, ছেলের মৃ্ত্যু ঘটে।

কিন্তু ছেলে মৃত্যুর কয়েকদিন পরেই তোক্তাস পুলিশের কাছে যান ও স্বীকার করেন তিনিই তার ছেলেকে হত্যা করেছেন। যার একমাত্র কারণ তিনি এই ছেলেকে পছন্দ করেন না।

তোক্তাস পুলিশের কাছে বলেন, ‘আমি ঘুমে থাকা আমার ছেলের মুখের ওপর বালিশ চাপা দেই এবং ১৫  মিনিট ধরে আমি চেপে ধরে রাখি। তার জন্মের পর থেকে আমি তাকে কখনো চাইনি। তবে আমি জানি না কেন আমি তাকে চাইনি।’

তিনি আরও বলেন, ‘তাকে হত্যা করার একটাই কারণ, আমি তাকে চাইনি। আমার কোনো মানসিক সমস্যাও নেই।’তোক্তাসকে পুলিশ গ্রেপ্তার করেছে ও তার ওপর হত্যার অভিযোগে আনা হয়েছে। আর এর বিচারে যাবজ্জীবন সাজা হতে পারে তার।

ট্যাগস
সর্বাধিক পঠিত

৫ বছরের ছেলেকে হত্যা করেছে বাবা

আপডেট সময় ০২:২৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০

 

ক্রীড়া ডেস্কঃ  মাত্র ৫ বছর বয়সী ছেলেকে হত্যা করেছেন তার্কিশ ফুটবলার শেভার তোক্তাস। বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন।এর আগে গত ২৩ এপ্রিল বুরাস ইলদিরিম স্পোর ফুটবলার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তার ছেলেকে হাসপাতালে নিয়ে যান।

পরে তোক্তাস মেডিকেল স্টাফদের বলেন, তার ছেলের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবে আইসিইউতে নিয়ে যাওয়া হলেও, ছেলের মৃ্ত্যু ঘটে।

কিন্তু ছেলে মৃত্যুর কয়েকদিন পরেই তোক্তাস পুলিশের কাছে যান ও স্বীকার করেন তিনিই তার ছেলেকে হত্যা করেছেন। যার একমাত্র কারণ তিনি এই ছেলেকে পছন্দ করেন না।

তোক্তাস পুলিশের কাছে বলেন, ‘আমি ঘুমে থাকা আমার ছেলের মুখের ওপর বালিশ চাপা দেই এবং ১৫  মিনিট ধরে আমি চেপে ধরে রাখি। তার জন্মের পর থেকে আমি তাকে কখনো চাইনি। তবে আমি জানি না কেন আমি তাকে চাইনি।’

তিনি আরও বলেন, ‘তাকে হত্যা করার একটাই কারণ, আমি তাকে চাইনি। আমার কোনো মানসিক সমস্যাও নেই।’তোক্তাসকে পুলিশ গ্রেপ্তার করেছে ও তার ওপর হত্যার অভিযোগে আনা হয়েছে। আর এর বিচারে যাবজ্জীবন সাজা হতে পারে তার।