ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় গরীব অসহায় ও কর্মহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া মানবিক সহায়তা কার্ডের তালিকা সরেজমিনে যাচাই বাচাই করে প্রকৃত সবিধাভোগীদের চুড়ান্ত তালিকা প্রস্তুত করছে উপজেলা প্রশাসন।
বুধবার করোনা ভাইরাসজনিত দুর্যোগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের তালিকার আওতায় সুবিধাভোগীদের বাড়ী ও পারিপার্শ্বিক অবস্থা সরেজমিনে যাচাই বাচাই করে প্রকৃত সুবিধাভোগীদের চুড়ান্ত তালিকা প্রস্তুত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়।
যাচাই বাছাই কাজে সহযোগিতা করেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠন, ইউপি চেয়ারম্যান, মেম্বার, ইউপি সচিবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ। উপজেলায় মোট সুবিধাভোগীর সংখ্যা ১০হাজার ১৬৬জন।
এরমধ্যে পশ্চিম ছাতনাই ইউনিয়নে ৮১৮ জন, বালাপাড়া ইউনিয়নে ১২০০জন, ডিমলা ইউনিয়নে ১৬৩৫জন, খগাখড়িবাড়ি ইউনিয়নে ৭৭০জন, গয়াবাড়ী ৮৩০জন, নাউতারা ইউনিয়নে ১২৮৩জন, খালিশাচাপানী ইউনিয়নে ১২১০জন, ঝুনাগাছচাপানী ইউনিয়নে ১২৫৪জন, টেপাখড়িবাড়ী ইউনিয়নে ৬৫৫জন, পূর্বছাতনাই ইউনিয়নে ৫২০জন।