ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

যশোর প্রতিনিধিঃ  যশোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বাবু (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (১১ মে) গভীর রাতে সদর উপজেলার সাড়াপোল কলাবাগান এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত বাবু সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) তাসমীম আলম জানান, পুলিশের একটি টিম সোমবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাড়াপোল এলাকায় মাদকের বড় চালান হাতবদল হবে।

এরপর পুলিশ সদস্যরা অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।

এছাড়া পুলিশের দুই সদস্য আহত হয়। পরে স্থানীয়রা বেরিয়ে আসলে তারা গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে পার্শ্ববর্তী কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা বাবু বলে শনাক্ত করে।

এরপর আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক মাদক ব্যবসায়ী বাবুকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২০০ পিস ইয়াবা ও ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

ট্যাগস

যশোরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় ১১:৪২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০

যশোর প্রতিনিধিঃ  যশোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বাবু (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (১১ মে) গভীর রাতে সদর উপজেলার সাড়াপোল কলাবাগান এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত বাবু সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) তাসমীম আলম জানান, পুলিশের একটি টিম সোমবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাড়াপোল এলাকায় মাদকের বড় চালান হাতবদল হবে।

এরপর পুলিশ সদস্যরা অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।

এছাড়া পুলিশের দুই সদস্য আহত হয়। পরে স্থানীয়রা বেরিয়ে আসলে তারা গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে পার্শ্ববর্তী কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা বাবু বলে শনাক্ত করে।

এরপর আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক মাদক ব্যবসায়ী বাবুকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২০০ পিস ইয়াবা ও ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।