স্টাফ রিপোর্টারঃ রাজধানীর বাদামতলীতে আমের আড়তে গিয়ে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পাকানো বিপুল পরিমাণ আমের সন্ধান পেয়েছে র্যাব।রোববার (১০ মে) দুপুর থেকে এ অভিযান শুরু হয়েছে।
অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।তিনি বলেন, বাইরে হলুদ টসটসে কিন্তু ভেতরে একদম অপরিপক্ক।
যে আমগুলো বিক্রি করা হচ্ছিল সেগুলো বাজারে আসতে আরও ১০-১৫ দিন অপেক্ষা করতে হতো।ম্যাজিস্ট্রেট বলেন, অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।